About Us

 

Nayem Mahmud

 

Hi, My Name is Nayem Mahmud.

I am Student at Mathbaria Gov College.

Founder and CEO at Digital Mathbaria.

I’m Online SEO Expert, Web Designer, Digital Marketer, Graphics Designer.

Nayem Mahmud | FacebookNayem Mahmud | LinkedIn

 

 

আসসালামু আলাইকুম আমি মোঃ নাঈম মাহম্মুদ। ডিজিটাল মঠবাড়িয়া এর পক্ষ থেকে মঠবাড়িয়া বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
“এসো মঠবাড়িয়া বাসী তথ্য প্রযুক্তির আলোতে আলোকিত হই” (নিজে জানুন, অন্যকে জানান) ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট লেটেস্ট আপডেট নিজে জানুন, অন্যকে জানান।
নতুন নতুন ইন্টারনেট টিপস্ & ট্রিকস্ এই সাইটে শেয়ার করা হবে। শুধুমাত্র নিজে জানার মধ্যে কোন স্বার্থকতা নেই। বরং নিজে নতুন কিছু জানলে তা সবার সাথে শেয়ার করার মাধ্যেই পূর্নতৃপ্তী।তাই আমি আপনাদের সব সময় ভালো কিছু উপহার দিতে চাই, কারো কাছে আমি মহৎ, কারো কাছে আমি তুচ্ছ ! যার মানসিকতা যেমন: তার কাছে আমিও তেমন ! এই নিয়ে আমাদের সমাজ। সমাজে ভালো কিছু উপহারদিতে “ডিজিটাল মঠবাড়িয়া” মঠবাড়িয়ার সর্ব প্রথম অনলাইন ব্লগ। এসো মঠবাড়িয়া বাসী তথ্য প্রযুক্তির আলোতে আলোকিত হই । ডিজিটাল মঠবাড়িয়া।

আপনি যদি আপনার লেখা আমাদের সাইটে পাবলিস্ট করতে চান। তাহলে নিচে দেওয়া লিংকে আমাদের সাথে যোগাযোগ করুন:  Contact Me

এমন কোন লেখা দেওয়া যাবে না, যা অবৈধ।

যেমনঃ পর্ণোগ্রাফি ।
সেই সাথে কোন জাতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোন লেখা দেয়া যাবে না।

প্রিয় মঠবাড়িয়া বাসী এই  ডিজিটাল মঠবাড়িয়া সাইটের মাধ্যমে তথ্য প্রযুক্তিগত বিভিন্ন জানা অজানা সকল ধরনের তথ্য পেয়ে থাকবেন। এবং কোথাও কোন সমস্যা হলে অবস্যই আমাদের ইমেইল এর মাধ্যমে জানাবেন।

আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে : Facebook Pages
অফিশিয়াল ফেসবুক গ্রুপ : Facebook Groups
এই লিংক গুলো ফলো করুন। এই লিংক ব্যাতিত অন্য যতো সব আইডি বা পেইজ রয়েছে টা সবগুলোই ফেইক।